২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : রসায়ন
ষষ্ঠ অধ্যায় : মোলের ধারণা ও রাসায়নিক গণনা- মো: গোলাম মোস্তফা, সহকারী শিক্ষক, ঝিট্কা আনন্দ মোহন উচ্চবিদ্যালয়, হরিরামপুর, মানিকগঞ্জ
- ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের রসায়ন বিষয়ের ‘ষষ্ঠ অধ্যায় : মোলের ধারণা ও রাসায়নিক গণনা’ থেকে আরো ১২টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১৭। 5 গ্রামে কত মোল বিদ্যামান?
ক) 1 মোল খ) 0.277 মোল
গ) 18 মোল ঘ) 22 মোল
১৮। 2.2 মোল জলীয়বাষ্প = কত?
ক) 9.6 খ) 34.6
গ) 39.6 ঘ) 48.6
১৯। ১০ গ্রাম সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা কত?
ক) 0.094 খ) 0.123
গ) 0.94 ঘ) 0.0978
২০। ১ গ্রাম মিথেনে মোট পরমাণুর সংখ্যা কত?
ক) 3.764 টি খ) 3.22 টি
গ) 5.02 টি ঘ) 1.88 টি
২১। 0.25 মোল গ্লকোজের ভর কত?
ক) 23g খ) 92g
গ) 45g ঘ) 180g
২২। চাপ বৃদ্ধি করলে গ্যাসের আয়তনের পরিবর্তন কী রকম?
ক) হ্রাস পায় খ) বৃদ্ধি পায়
গ) অপরিবর্তিত থাকে
ঘ) গ্যাসের ধর্মের ওপর নির্ভর করে
২৩। প্রমাণ অবস্থায় 3.4 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত?
ক) 2.24L খ) 4.48L
গ) 1.12L ঘ) 4.02L
২৪। প্রমাণ অবস্থায় 0.01 মোল ক্লোরিন গ্যাসের আয়তন কত?
ক) 0.224 লিটার খ) 22.4 লিটার
গ) 11.2 লিটার ঘ) 0.0234 লিটার
২৫। গ্রাম এককে দ্রব্যের ভরের ক্ষেত্রে কোন এককে দ্রবণের আয়তন নিতে হয়?
ক) লিটার খ) ডেসিলিটার
গ) গ্রাম/লিটার ঘ) মিলিলিটার
২৬। পানিকে দ্রাবক হিসেবে ব্যবহার করলে যে দ্রবণ তৈরি হয় তাকে কী বলে?
ক) জলীয় দ্রবণ খ) উষ্ণ দ্রবণ
গ) ক্ষারীয় দ্রবণ ঘ) অম্ল দ্রবণ
২৭। ঘনমাত্রা প্রকাশের কোন এককটি তাপমাত্রার ওপর নির্ভরশীল?
ক) মোলারিটি খ) মোলালিটি
গ) শতকরা আয়তন ঘ) নরমালাটি
২৮। দ্রবণের প্রকারভেদ হলো-
i) লঘু দ্রবণ ii) গাঢ় দ্রবণ
iii) জলীয় দ্রবণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
উত্তর : ১৭। ঘ, ১৮। ক, ১৯। ঘ, ২০। ঘ, ২১। গ, ২২। ক, ২৩। খ, ২৪। ক, ২৫। ক, ২৬। ক, ২৭। ক, ২৮। ক।